আর্থিক সাক্ষরতা



আর্থিক অন্তর্ভুক্তি এবং আর্থিক সাক্ষরতা

বাংলাদেশ ব্যাংক ২০১৯ সালের মধ্যে বাংলাদেশের সকল সুবিধাবঞ্চিত, ছিন্নমূল, হতদরিদ্র ও নিম্ন আয়ের জনগোষ্ঠিসহ সকল জনগনকে আর্থিক অন্তর্ভুক্তির মাধ্যমে ব্যাংকিং চ্যানেলের আওতায় নিয়ে আসার কার্যক্রম গ্রহন করেছে । এর আওতায় সমাজের সুবিধাবঞ্চিত ও নিম্নআয়ের জনগোষ্ঠি কোন প্রকার ব্যাংক চার্জ ও ফি ছাড়াই ১০টাকা / ৫০ টাকা / ১০০ টাকার মাধ্যমে তাদের সঞ্চয়ী হিসাব খুলতে পারবে। এই সংক্রান্ত কাজ পরিচালনার জন্য বাংলাদেশ ব্যাংক সকল ব্যাংকের প্রধান কার্যালয়ে আর্থিক অন্তর্ভুক্তি এবং আর্থিক শিক্ষা সেল গঠনের নির্দেশ প্রদান করে। বাংলাদেশ ব্যাংকের নির্দেশনার আলোকে বিগত এপ্রিল ৩০, ২০১৫ তারিখে বেসিক ব্যাংক লিমিটেডের প্রধান কার্যালয়ে আর্থিক অন্তর্ভুক্তি এবং আর্থিক শিক্ষা সেল (Financial Inclusion and Financial Literacy Cell) গঠন করা হয়েছে।.

বাংলাদেশ ব্যাংক গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী আর্থিক শিক্ষা সংক্রান্ত কার্যক্রম বাস্তবায়নের লক্ষ্যে ইতিমধ্যে ব্যাংকের শাখাসমূহ এবং প্রধান কার্যালয়ের সংশ্লিষ্ট বিভাগ সমূহকে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা হয়েছে। বাংলাদেশ ব্যাংক নির্দেশিত আর্থিক অন্তর্ভুক্তি এবং আর্থিক শিক্ষা কার্যক্রম বেগবান করার লক্ষ্যে ইতিমধ্যে বেসিক ব্যাংক বিভিন্ন সঞ্চয় প্রকল্প চালু করেছে যার মধ্যে উল্লেখযোগ্য স্কুল ব্যাংকিং হিসাব, কৃষক সঞ্চয়ী হিসাব, তৈরী পোষাক ও চামড়া শিল্পের শ্রমিকদের জন্য সঞ্চয়ী হিসাব, মুক্তিযোদ্ধা সঞ্চয়ী হিসাব, পথপুষ্প সঞ্চয়ী হিসাব, তৃনমূল সঞ্চয়ী হিসাব, বেসিক চলন্তিকা হিসাব ইত্যাদি।

* আর্থিক অন্তর্ভুক্তি এবং আর্থিক শিক্ষা সেলের ই-মেইল নম্বরঃ basicfilc@basicbanklimited.com