প্রকাশিত জুন ১৩, ২০২২
রাষ্ট্র মালিকানাধীন বেসিক ব্যাংক লিমিটেড এর সেবার পরিধি সম্প্রসারণের লক্ষ্যে পটুয়াখালীর দুমকী উপজেলার লেবুখালী, মির্জাগঞ্জের সুবিদখালী এবং পটুয়াখালী সদরে আরো তিনটি উপশাখায় ব্যাংকিং কার্যক্রম শুরু করা হয়েছে। এই নিয়ে ব্যাংকের মোট উপশাখা হলো ২৬টি। রবিবার, ১২ জুন ২০২২ এসব উপশাখায় ব্যাংকিং সেবার কাজ শুরু করা হয়। অত্র এলাকার সর্বস্তরের জনসাধারণকে যেকোনো ধরণের ব্যাংকিং সেবার জন্য এসব উপশাখায় যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। আরো বেশি সংখ্যক মানুষকে আর্থিক সেবায় অন্তর্ভূক্ত করার মাধ্যমে দেশের সামগ্রিক অর্থনৈতিক উন্নয়নের লক্ষ্যে জোরালোভাবে কাজ করছে এই ব্যাংকটি।