নিউজ ও ইভেন্ট

“বঙ্গবন্ধুর উন্নয়ন ভাবনা ও বাংলাদেশের অগ্রযাত্রা” শীর্ষক চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

প্রকাশিত অক্টোবর ২৬, ২০২২

সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালী, মহান স্বাধীনতার স্থপতি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৭তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস-২০২২ উপলক্ষ্যে বেসিক ব্যাংক লিমিটেডের সকল স্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দের সন্তানদের অংশগ্রহণে “বঙ্গবন্ধুর উন্নয়ন ভাবনা ও বাংলাদেশের অগ্রযাত্রা” শীর্ষক চিত্রাঙ্কন প্রতিযোগিতা ০৬ ও ২০ আগস্ট ২০২২ তারিখে অনুষ্ঠিত হয়। 

প্রতিযোগিতায় বিজয়ীদের পুরষ্কার হিসেবে ১ম, ২য় ও ৩য় স্থানের জন্য ক্রমান্বয়ে ‘অসমাপ্ত আত্মজীবনী’, ‘কারাগারের রোজনামচা’ ও ‘আমার দেখা নয়া চীন’ বই প্রদান করা হয়েছে।

ক গ্রুপঃ ১ম-৫ম শ্রেণী খ গ্রুপঃ ৬ষ্ঠ-১২শ শ্রেণী

Ka-1.jpg

‘ক’ গ্রুপে প্রথম স্থান অধিকারীর পুরস্কার ও সনদ গ্রহণ করছেন ঠাকুরগাঁও উপশাখা এর কর্মকর্তা জনাব কাজী সামিউল হাসান এর কন্যা কাজী সামিরাহ তাসনিম।

Kha-1.JPG

‘খ’ গ্রুপে প্রথম স্থান অধিকারী রুবামা হাসিন তাজরীন এর পক্ষে পুরস্কার ও সনদ গ্রহণ করছেন তার পিতা প্রশিক্ষণ ইনিস্টিটিউট এর সহকারী মহাব্যবস্থাপক জনাব ইফতেখার আহমেদ।

Ka-2.JPG

‘ক’ গ্রুপে দ্বিতীয় স্থান অধিকারী তানাজ আহমেদ এর পক্ষে পুরস্কার গ্রহণ করছেন তার মাতা দিলকুশা শাখা এর সহকারী ব্যবস্থাপক জনাব মাহফুজা সুলতানা।