নিউজ ও ইভেন্ট

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে বেসিক ব্যাংকে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত

প্রকাশিত ফেব্রুয়ারী ২৭, ২০২৩

অমর একুশে ফেব্রুয়ারি মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে বেসিক ব্যাংক লিমিটেড এর উদ্যোগে ভাষা শহীদদের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল ও আলোচনা সভা সোমবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৩ মতিঝিলস্থ ব্যাংকের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান প্রফেসর ড. আবুল হাশেম এবং বিশেষ অতিথি ছিলেন পরিচালক মোঃ রাজীব পারভেজ, ড. নাহিদ হোসেন, ড. মোঃ আবদুল খালেক খান এবং শামীম আহম্মেদ। ব্যবস্থাপনা পরিচালক এবং সিইও মোঃ আনিসুর রহমান সভায় সভাপতিত্ব করেন।

বক্তারা মহান একুশে ফেব্রুয়ারির তাৎপর্য তুলে ধরে মহান ভাষা শহীদদের গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। এরপর ফাতেহা ও দুরুদ শরীফ পাঠ করে সকল শহীদের আত্নার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া মোনাজাত করা হয়। এসময় উপব্যবস্থাপনা পরিচালক মোঃ আঃ রহিম, আবু মোঃ মোফাজ্জেল ও মোঃ আবুল কালাম আজাদ, মহাব্যবস্থাপকবৃন্দ উপস্থিত ছিলেন এবং ঊর্ধ্বতন নির্বাহীবৃন্দ এবং অন্যান্য সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ ভার্চুয়ালি সংযুক্ত ছিলেন।