নিউজ ও ইভেন্ট

শহীদ শেখ রাসেল এর ৬০-তম জন্মবার্ষিকীতে বেসিক ব্যাংকের শ্রদ্ধাঞ্জলি

প্রকাশিত অক্টোবর ১৮, ২০২৩

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ছোট ছেলে শহীদ শেখ রাসেল-এর ৬০-তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে রাষ্ট্র মালিকানাধীন বেসিক ব্যাংকের পক্ষ থেকে গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়। 

ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এবং সিইও মোঃ আনিসুর রহমান সর্বস্তেরর কর্মকর্তা-কর্মচারীদের সাথে নিয়ে বুধবার, ১৮ অক্টোবর ২০২৩ ‘শেখ রাসেল দিবস’ এ ব্যাংকের প্রধান কার্যালয়ে শহীদ শেখ রাসেল এর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পনের মাধ্যমে গভীর শ্রদ্ধা নিবেদন করেন। 

এ সময় বেসিক ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক আবু মোঃ মোফাজ্জেল, মোঃ মমিনুল হক, মোঃ নাসির উদ্দীন, সুমিত রঞ্জন নাথ, মোঃ শফিউল আলম, মোঃ হাসান ইমাম, দুলন কান্তি চক্রবর্তী, মোঃ গোলাম সাঈদ খানসহ ঊর্ধ্বতন নির্বাহীবৃন্দ এবং অন্যান্য সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।