নিউজ ও ইভেন্ট

নারী উদ্যোক্তা তৈরি ও করোনায় ক্ষতিগ্রস্তদের প্রণোদনা বিতরণ বিষয়ে সিডব্লিউসিসিআই ও বেসিক ব্যাংকের আলোচনা সভা অনুষ্ঠিত

প্রকাশিত মে ২৬, ২০২১

নতুন নারী উদ্যোক্তা তৈরি ও করোনায় ক্ষতিগ্রস্ত নারী উদ্যোক্তাগণের জন্য প্রণোদনা বিতরণে চিটাগাং উইমেন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি (সিডব্লিউসিসিআই) ও বেসিক ব্যাংকের ভূমিকা এবং ঋণ ও প্রণোদনা প্রাপ্তিতে নারী উদ্যোক্তাগণের করণীয় শীর্ষক এক ভার্চুয়াল আলোচনা সভা জুম প্লাটফর্মের মাধ্যমে মঙ্গলবার, ২৫ মে ২০২১ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বেসিক ব্যাংকের চেয়ারম্যান প্রফেসর ডঃ আবুল হাশেম নতুন নারী উদ্যোক্তা তৈরির উপর গুরুত্বারোপ করেন এবং এবিষয়ে ব্যাংকের কার্যকর পদক্ষেপ গ্রহণের পরামর্শ দেন। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এবং সিইও মোঃ আনিসুর রহমানের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন সিডব্লিউসিসিআই সভাপতি মনোয়ারা হাকিম আলী। সভায় সিডব্লিউসিসিআই নেতৃবৃন্দ, পরিচালকগণ, সংশ্লিষ্ট নারী উদ্যোক্তাগণ তাদের ঋণ ও প্রণোদনা প্রাপ্তি এবং ব্যবসায়িক কাজের বিভিন্ন অভিজ্ঞতা তুলে ধরেন। বেসিক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এবং সিইও মোঃ আনিসুর রহমান বলেন, কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনা অনুযায়ী প্রণোদনার ঋণ বিতরণ করা হচ্ছে এবং এই প্রক্রিয়া অব্যাহত থাকবে। তিনি বলেন, আমার দীর্ঘ ব্যাংকিং জীবনে আমি দেখেছি নারী উদ্যোক্তারাই ঋণ পরিশোধে সবচেয়ে বেশি সচেষ্ট থাকেন। ব্যবসায়িক কর্মকান্ড পর্যালোচনা করে নারী উদ্যোক্তাদের সাধ্যমতো সহযোগিতা করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে ব্যাংকের মহাবস্থাপক আহম্মদ হোসেন সহ উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন ব্যাংকের সহকারী মহাব্যবস্থাপক মোঃ মাহমুদুল হাসান ।