নিউজ ও ইভেন্ট

বেসিক ব্যাংকে জাতীয় শুদ্ধাচার কৌশল বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

প্রকাশিত নভেম্বর ০৬, ২০২৩

জাতীয় শুদ্ধাচার কৌশল ও কর্মপরিকল্পনা বাস্তবায়ন এবং সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে রাষ্ট্র মালিকানাধীন বেসিক ব্যাংক লিমিটেড এর উদ্যোগে সোমবার, ০৬ নভেম্বর ২০২৩ দিনব্যাপি এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এবং সিইও মোঃ আনিসুর রহমান প্রধান অতিথি হিসেবে রাজধানীতে ব্যাংকের ট্রেনিং ইনস্টিটিউটে আয়োজিত এই প্রশিক্ষণ কর্মশালার শুভ উদ্বোধন করেন। কর্মশালায় রিসোর্স পার্সন হিসেবে উপস্থিত ছিলেন অর্থমন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের যুগ্ম সচিব বদরে মুনির ফেরদৌস ও মীনাক্ষী বর্মন।

এ সময় উপব্যবস্থাপনা পরিচালক আবু মোঃ মোফাজ্জেল, মহাব্যবস্থপক মোঃ নাসির উদ্দীন ও মোঃ শফিউল আলমসহ উর্ধ্বতন নির্বাহীবৃন্দ উপস্থিত ছিলেন। জাতীয় শুদ্ধাচার কৌশল বিষয়ক এই প্রশিক্ষণ কর্মশালায় ব্যাংকের প্রধান কার্যালয়ের বিভিন্ন বিভাগীয় প্রধান, শাখা ব্যবস্থাপক এবং উপশাখা ব্যবস্থাপকগণ অংশগ্রহণ করেন।