বেসিক ডাবল বেনিফিট স্কিম

এককালীন জমাকৃত অর্থ নির্দিষ্ট মেয়াদ শেষে সুদ-মূলে দ্বিগুণ হবে

  • যেকোন প্রাপ্তবয়স্ক বাংলাদেশী সুস্থ মস্তিস্কের ব্যক্তি একক অথবা যৌথ নামে এই স্কিমের অধীনে হিসাব খুলতে পারবে
  • অভিভাবক কর্তৃক পরিচালনায় একজন নাবালকের নামেও এই হিসাব খোলা যেতে পারে
  • এককালীন জমাকৃত অর্থের পরিমাণ ২৫,০০০/- (পঁচিশ হাজার) টাকা অথবা এর গুণিতক হবে; তবে সর্বোচ্চ ৫০,০০,০০০/- (পঞ্চাশ লক্ষ) টাকার অধিক হবে না
  • মেয়াদপূর্তীতে স্কিমটি পুন:নবায়নযোগ্য নয়
  • হিসাবটি পরিচালনায় ব্যাংকের নিজস্ব কোন চার্জ/ফি নেই, কেবলমাত্র সরকারী চার্জসমূহ (শুল্ক কর) প্রযোজ্য হারে কর্তন করা হবে


মেয়াদকাল সুদ হার:

  • ৮০ (আশি) মাস শেষে স্থায়ী আমানত স্কিমটি সুদে-মূলে দ্বিগুণ হবে (কর শুল্ক ব্যতীত) যা হিসাবায়নে বার্ষিক ১০.৬৭% চক্রবৃদ্ধি সুদ হার প্রযোজ্য হবে; হিসাবের মেয়াদকাল এবং সুদ হার সময় সময় পরিবর্তনযোগ্য
  • ব্যাংক প্রয়োজনে মেয়াদপূর্তীর পূর্বেও এই স্কিমের আওতায় চলমান হিসাবসমূহের মেয়াদকাল এবং সুদ হার যেকোন সময় পরিবর্তন করতে পারবে


কর শুল্ক:

রাজস্ব বিভাগ সরকারের অন্যান্য সংস্থা কর্তৃক সময় সময় নির্ধারিত হারে প্রতিবছর প্রযোজ্য কর, শুল্ক, ইত্যাদি কেটে রাখা হবে


মেয়াদপূর্তীর পূর্বে নগদীকরণ:

  • i) ০৬ (ছয়) মাসের আগে - কোন সুদ নেই।

ii) ০৬ (ছয়) মাস এবং তার উপরে হলে ঐ সময়ের জন্য সর্বনিম্ন সঞ্চয়ী সুদের হার।

iii) দিন গণনার ভিত্তিতে সুদ প্রদান করতে হবে।

iv) বিদ্যমান সরকারি নিয়ম অনুযায়ী AIT এবং আবগারি শুল্ক ইত্যাদি কাটা হবে।


ঋণ সুবিধা:

  • স্কিমটির বিপরীতে অনুমোদিত সর্বোচ্চ ঋণসীমা মোট আমানত স্থিতির ৮০% (সুদ ব্যতিত); স্কিমটি পূর্বস্বত্ব তথা লিয়েন রেখে শাখা নিজ ক্ষমতাবলে এই ঋণ প্রদান করতে পারবে। তবে, নাবালকের হিসাবের বিপরীতে এই ঋণ সুবিধা প্রযোজ্য হবে না
  • ঋণের সুদ হার আমানত স্কিমে প্রযোজ্য সুদ হার অপেক্ষা .০০% বেশি প্রযোজ্য হবে
  • ঋণ চুক্তির শর্ত মোতাবেক বিতরণকৃত ঋণ পরিশোধ করতে হবে
  • ঋণ সমন্বয়ে ব্যাংক প্রয়োজনেরাইট অব সেট অফ’ Right of Set-off ক্ষমতা প্রয়োগ করতে পারবে