বেসিক দ্বিগুণ আমানত প্রকল্প

১. সাধারণ বৈশিষ্ট্য:

  • এককালীন জমাকৃত অর্থ নির্দিষ্ট মেয়াদ শেষে সুদ-মূলে দ্বিগুণ হবে।
  • যেকোন প্রাপ্তবয়স্ক বাংলাদেশী সুস্থ মস্তিস্কের ব্যক্তি একক অথবা যৌথ নামে এই স্কিমের অধীনে হিসাব খুলতে পারবে।
  • অভিভাবক কর্তৃক পরিচালনায় একজন নাবালকের নামেও এই হিসাব খোলা যেতে পারে।
  • এককালীন জমাকৃত অর্থের পরিমাণ ২৫,০০০/- (পঁচিশ হাজার) টাকা অথবা এর গুণিতক হবে; তবে সর্বোচ্চ ৫০,০০,০০০/- (পঞ্চাশ লক্ষ) টাকার অধিক হবে না।
  • মেয়াদপূর্তীতে স্কিমটি পুন:নবায়নযোগ্য নয়।
  • হিসাবটি পরিচালনায় ব্যাংকের নিজস্ব কোন চার্জ/ফি নেই, কেবলমাত্র সরকারী চার্জসমূহ (শুল্ক ও কর) প্রযোজ্য হারে কর্তন করা হবে।


২. মেয়াদকাল ও সুদ হার:

  • ১০ (দশ) বছর শেষে স্থায়ী আমানত স্কিমটি সুদে-মূলে দ্বিগুণ হবে (কর ও শুল্ক ব্যতীত) যা হিসাবায়নে বার্ষিক ৭.১৭% চক্রবৃদ্ধি সুদ হার প্রযোজ্য হবে; হিসাবের মেয়াদকাল এবং সুদ হার সময় সময় পরিবর্তনযোগ্য।
  • ব্যাংক প্রয়োজনে মেয়াদপূর্তীর পূর্বেও এই স্কিমের আওতায় চলমান হিসাবসমূহের মেয়াদকাল এবং সুদ হার যেকোন সময় পরিবর্তন করতে পারবে।


৩. কর ও শুল্ক:

রাজস্ব বিভাগ ও সরকারের অন্যান্য সংস্থা কর্তৃক সময় সময় নির্ধারিত হারে প্রতিবছর প্রযোজ্য কর, শুল্ক, ইত্যাদি কেটে রাখা হবে।


৪. মেয়াদপূর্তীর পূর্বে নগদীকরণ:

  • হিসাব খোলার ১২ (বার) মাস তথা ১ (এক) বছরের মধ্যে হিসাবটি নগদায়নের ক্ষেত্রে কোন সুদ হার প্রযোজ্য হবে না।
  • ১ বছর থেকে হিসাবের মেয়াদকাল শেষ হবার পূর্ব পর্যন্ত প্রতি পরিপূর্ণ বছরের জন্য “১ (এক) বছর ভিত্তিক স্থায়ী আমানত (এফডিআর)”-এর সুদ হারে বার্ষিক সরল সুদ প্রযোজ্য হবে; ভগ্নাংশ বছরের জন্য কোন সুদ হার প্রযোজ্য হবে না।
  • মেয়াদপূর্তীর পূর্বে নগদায়ণের ক্ষেত্রে অতিরিক্ত প্রদত্ত সুদ, সরকারী কর ও শুল্ক, ইত্যাদি প্রয়োজন মোতাবেক সমন্বয় করা হবে।


৫. ঋণ সুবিধা:

  • স্কিমটির বিপরীতে অনুমোদিত সর্বোচ্চ ঋণসীমা মোট আমানত স্থিতির ৯০% (সুদ ব্যতিত); স্কিমটি পূর্বস্বত্ব তথা লিয়েন রেখে শাখা নিজ ক্ষমতাবলে এই ঋণ প্রদান করতে পারবে। তবে, নাবালকের হিসাবের বিপরীতে এই ঋণ সুবিধা প্রযোজ্য হবে না।
  • ঋণের সুদ হার আমানত স্কিমে প্রযোজ্য সুদ হার অপেক্ষা ২.০০% বেশি + ঋণ সীমার উপর বার্ষিক ১.০০% প্রসেসিং ফি প্রযোজ্য হবে।
  • ঋণ চুক্তির শর্ত মোতাবেক বিতরণকৃত ঋণ পরিশোধ করতে হবে।
  • ঋণ সমন্বয়ে ব্যাংক প্রয়োজনে ‘রাইট অব সেট অফ’ Right of Set-off ক্ষমতা প্রয়োগ করতে পারবে।  
মেয়াদ মুদ্রা স্ল্যাব ওয়াইজ রেট কার্যকর তারিখ
৮০ মাস টাকা ১০.৬৬৭৫% মে ২৮, ২০২৪