বিভিন্ন ধরনের সরকারি সেবার ফি অনলাইনে জমা দিতে চালু হয়েছে স্বয়ংক্রিয় চালান সিস্টেম (এ-চালান পদ্ধতি)। এখন থেকে বিভিন্ন ধরনের সরকারি সেবার ফি অনলাইনে জমা দেওয়া যাবে, প্রাথমিকভাবে সেবা প্রদানের ক্ষেত্রে (পাসপোর্ট ফি, ট্যাক্স, ভ্যাট) এ ব্যবস্থা চালু করা হয়েছে। পর্যায়ক্রমে সরকারের সকল মন্ত্রণালয় বা সংস্থার সরকারি ফি আদায় কিংবা অন্যান্য সেবার কার্যক্রমকে এর আওতায় আনা হবে।