বেসিক সুপার সঞ্চয়ী হিসাব

১.  সাধারণ বৈশিষ্ট্য:

  • বেসিক সুপার সঞ্চয়ী হিসাবটি একটি বিশেষ ধরণের সঞ্চয়ী হিসাব যাতে প্রচলিত সুদের অতিরিক্ত বোনাস সুবিধা বিদ্যমান। এটি মানুষের মধ্যে সঞ্চয়ের অভ্যাসকে উৎসাহিত করবে; 
  • উক্ত হিসাবে অর্জিত সুদ এবং বোনাসের অর্থ ষান্মাসিক ভিত্তিতে ক্রেডিট করা যাবে;
  • প্রাপ্তবয়স্ক বাংলাদেশী সুস্থ মস্তিস্কের যেকোন ব্যক্তি একক অথবা যৌথ নামে এই হিসাব খুলতে পারবে। এছাড়াও, প্রতিষ্ঠান, সমিতি ইত্যাদি নামেও এ হিসাব খোলা যাবে;
  • অভিভাবক কর্তৃক পরিচালনায় নাবালকের নামেও এই হিসাব খোলা যাবে;
  • হিসাব খোলার জন্য ন্যূনতম জমাকৃত অর্থের পরিমাণ ১,০০০/- (এক হাজার) টাকা;

সুদ হার:

  • বার্ষিক ৩.৫০% হারে সুদ প্রদেয় হবে;
  • উক্ত হিসাবে প্রচলিত সুদের অতিরিক্ত নিম্নোক্ত সারণী মোতাবেক বোনাস সুবিধা প্রদেয় হবে-

আমানত মাসিক ন্যূনতম স্থিতির বিপরীতে প্রচলিত সুদের অতিরিক্ত বার্ষিক বোনাস*

৫০,০০০ থেকে ১,০০,০০০

সর্বোচ্চ ৫০০ টাকা

১,০০,০০১ থেকে ২,০০,০০০

সর্বোচ্চ ১,০০০ টাকা

২,০০,০০১ থেকে ৩,০০,০০০

সর্বোচ্চ ১,৫০০ টাকা

৩,০০,০০১ থেকে ৪,০০,০০০

সর্বোচ্চ ২,০০০ টাকা

৪,০০,০০১ থেকে ৫,০০,০০০

সর্বোচ্চ ২,৫০০ টাকা

৫,০০,০০১ থেকে ৬,০০,০০০

সর্বোচ্চ ৩,০০০ টাকা

৬,০০,০০১ থেকে ৭,০০,০০০

সর্বোচ্চ ৩,৫০০ টাকা

৭,০০,০০১ থেকে ৮,০০,০০০

সর্বোচ্চ ৪,০০০ টাকা

৮,০০,০০১ থেকে ৯,০০,০০০

সর্বোচ্চ ৪,৫০০ টাকা

৯,০০,০০১ থেকে ১০,০০,০০০

সর্বোচ্চ ৫,০০০ টাকা

১০,০০,০০১ থেকে তদুর্ধ

ন্যূনতম ৫,০০০ টাকা

* ছক অনুযায়ী মাসিক ন্যূনতম স্থিতির উপর বোনাস প্রাপ্য হবেন।

* সুদের অতিরিক্ত সর্বোচ্চ বার্ষিক ০.৫০% হারে বোনাস হিসেবে প্রাপ্য হবে;

* হিসাবায়ন ষান্মাসিক ভিত্তিক।

৩.  কর ও শুল্ক:

  • রাজস্ব বিভাগ ও সরকারের অন্যান্য সংস্থা কর্তৃক সময় সময় নির্ধারিত হারে প্রযোজ্য কর, শুল্ক ইত্যাদি কর্তন করা হবে;

৪.  ঋণ সুবিধাঃ

(ক) “বেসিক সুপার সঞ্চয়ী হিসাব-এর বিপরীতে এই হিসাবের স্থিতি লিয়েন রেখে স্থিতির ৮৫% পর্যন্ত Term Loan/SOD/Credit Card ঋণ প্রদান করা যেতে পারে।

(খ) মেয়াদী ঋণ (Term Loan) -এর ক্ষেত্রে মেয়াদ হবে ২ (দুই) বছর যা সমমাসিক কিস্তিতে পরিশোধযোগ্য এবং SOD ঋণ এর ক্ষেত্রে মেয়াদ ১ (এক) বছর যা নবায়নযোগ্য।

(গ) Term Loan/SOD ঋণের সুদের হার উক্ত হিসাবের সুদ হার (বর্তমানে ৩.৫০%) এর অতিরিক্ত ৪.০০% সুদ হারে তথা ৭.৫০% হবে।

(ঘ) Term Loan/SOD মেয়াদোত্তীর্ণ ঋণ/কিস্তির ক্ষেত্রে অতিরিক্ত ২.০০% দন্ড সুদ হিসেবে মোট ৯.৫০% সুদ প্রযোজ্য হবে।

(ঙ) মেয়াদোত্তীর্ণ ঋণ স্থিতির ক্ষেত্রে বিনা নোটিশে সঞ্চয়ী হিসাব হতে ঋণ সমন্বয় করা যাবে।

(চ) ক্রেডিট কার্ড ইস্যু এর ক্ষেত্রে ব্যাংকের ক্রেডিট কার্ডের সুদ এবং শর্তাবলী প্রযোজ্য হবে।

(ছ) ক্রেডিট কার্ড এর ক্ষেত্রে ১ম বছরের চার্জ মওকুফ থাকবে।