প্রকাশিত অগাস্ট ২০, ২০২৪
শতভাগ রাষ্ট্র মালিকানাধীন বেসিক ব্যাংক লিমিটেড-এর ৩৫তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান প্রফেসর ড. আবুল হাশেম এর সভাপতিত্বে মঙ্গলবার, ২০ আগস্ট, ২০২৪ ব্যাংকের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয়। ব্যাংকের শতভাগ শেয়ারহোল্ডার গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রতিনিধি হিসেবে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের অতিরিক্ত সচিব মোঃ শাহ আলম সভায় উপস্থিত ছিলেন। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এবং সিইও মোঃ আনিসুর রহমান সভায় স্বাগত বক্তব্য দেন।
পরিচালনা পর্ষদের সদস্য - ড. নাহিদ হোসেন, বীর মুক্তিযোদ্ধা ড. মোঃ আবদুল খালেক খান, মোঃ এম. লতিফ ভূঞা এবং মোঃ রফিকুল ইসলাম, উপব্যবস্থাপনা পরিচালক আবু মোঃ মোফাজ্জেল, মহাব্যবস্থাপক মোঃ ইসমাইল, মোঃ মমিনুল হক, সুমিত রঞ্জন নাথ, মোঃ শফিউল আলম, মোঃ হাসান ইমাম, দুলন কান্তি চক্রবর্তী এবং মোঃ গোলাম সাঈদ খানসহ ঊর্ধ্বতন নির্বাহীবৃন্দ এবং ব্যাংকের অডিট ফার্ম কাজী জহির খান এন্ড কোং-এর প্রতিনিধি এসময় উপস্থিত ছিলেন।
সভায় ব্যাংকের ২০২৩ সালের আর্থিক প্রতিবেদন অনুমোদন করা হয়। ব্যাংকের চেয়ারম্যান তাঁর বক্তব্যে যথাযথ কর্মপরিকল্পনা গ্রহণ এবং এর বাস্তবায়নের মাধ্যমে ব্যাংকের হারানো গৌরব ফিরিয়ে আনার উপর গুরুত্বারোপ করেন।